মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল¬াহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে ৫ আসনের মধ্যে ৪টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। ধনবাড়ী উপজেলার শুধু একটি আসনে ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন লাইলী বেগম।
সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় মধুপুর উপজেলার ২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- অরণখোলা ইউনিয়নের সদস্য বিউটি আক্তার ও আলোকদিয়া ইউনিয়নের সদস্য সখিনা বেগম । ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদের সদস্য আমিনা বেগম ও যদুনাথপুর ইউনিয়নের হালিমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১ টি আসনে পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাইলী বেগম ২৪ ভোটের মধ্যে ২১ ভোট পেয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।