রংপুর থেকে জয়নাল আবেদীন: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখার অঙ্গীকার করেছেন রংপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এই অঙ্গীকার করেন।
সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন খান, সিটি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো: মাসুম নবাবগঞ্জ বাজার সমিতি সভাপতি আকবর হোসন, আলতাফ হোসেন, হোটেল রোস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ খোকন। মেয়রের কাছে ব্যবসায়ীরা দাবি জানান, মোবাইল কোর্টের নামে অযথা কোনোভাবেই যেন ব্যবসায়ীদের হয়রানি করা না হয়।