শেরপুর থেকে হাকিম বাবুল: নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের নিউ মার্কেট ‘হোটেল আলীশান অডিটোরিয়ামে’ অনুষ্ঠিত এ কর্মশালাটি আয়াজন করে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এবং সভাপতিত্ব করেন সিনিয়র এডিপি ম্যানেজার সজল বৈদ্য।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা সাহরিনা জাহান কনা, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র কাজি মতিউর রহমান মতি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন জাহান ফাতেমা, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বেগম বিদ্যুৎ, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভানেত্রী সামছুন্নাহার কামাল, জাতীয় মহিলা পরিষদ জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
এতে বিভিন্ন নারী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।