শেরপুর থেকে হাকিম বাবুল: উজান থেকে আসা পানিতে শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে দ্রুত পানিবৃদ্ধির ফলে নদ সংলগ্ন সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চলসহ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে। একইসাথে দেখা দিয়েছে নদীভঙন। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে চরপক্ষিমারী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ গ্রামের প্রায় দুই হাজার অধিবাসী বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে। বেশ কিছু কাঁচাপাকা রাস্তা ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পুরতান ব্রহ্মপুত্র নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এদিকে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলের পানি ভাটি এলাকার দিকে নামতে থাকায় প্রায় ২০ টি গ্রাম এখনও পানিতে তলিয়ে রয়েছে। এসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামীণ রাস্তা-ঘাট ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকার সব্জী চাষিরা দারুণ ক্ষতির সম্মুখীন হয়েছেন।