শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর জেলায় ৫ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ প্রার্থী নির্বাচিত হয়েছে। ১৫ জুন সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার ৫২ ইউনিয়ন ও ৪ পৌরসভায় নির্বাচিত ১৬৮ জন মহিলা সদস্যরা তাদের স্ব-স্ব উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিতরা হলেন-শেরপুর সদর উপজেলার ৫ টি আসনে নূর জাহান বেগম, মোছা. জেসমিন বেগম, মোছা. শাহানাজ পারভীন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মোছা. তাহেরা সাজ্জাদা ও মোছা. আছিয়া বেগম। নালিতাবাড়ি উপজেলা পরিষদে ৪ টি আসনে মোছা. শাহিদা সলিম, মোছা. রহিমা খাতুন, নিলেলিকা সিব্রা ও মোছা. বানেছা খাতুন। নকলা উপজেলার ৩ টি আসনে মোছা. সুলেখা বেগম, মোছা. রাবিয়া বেগম ও তাছলিমা খাতুন। শ্রীবরদী উপজেলা পরিষদের ৪ টি আসনে শিরিন সুলতানা (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মমতা বেগম, সাজেদা বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও রাশেদা বেগম। ঝিনাইগাতী উপজেলার দুইটি আসনে নির্বাচিতরা হলেন মোছা. শেফালি বেগম ও রহিমা খাতুন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১৫ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। সোমবার ৮টা থেকে দুপর ২ টা পর্যন্ত ভোটাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৮ পদে মোট ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্য দিয়ে উপজেলা পরিষদসমূহ পূর্ণাঙ্গ রূপলাভ করবে। গত ২১ মে এ নির্বাচনের মনোনয়পত্র দাখিল হয়েছিল।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলায় ৫ পদের বিপরীতে প্রার্থী ১১ এবং ভোটার ছিলেন ১৪ ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা থেকে ৪৫ জন। নালিতাবাড়ী উপজেলায় ৪ পদের বিপরীতে প্রার্থী ১২ এবং ভোটার ছিলেন ১২ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে ৩৯ জন। শ্রীবরদী উপজেলায় ৪ পদের বিপরীতে প্রার্থী ৬ এবং ভোটার ছিলেন ১০ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে ৩৩ জন। নকলা উপজেলায় ৩ পদের বিপরীতে প্রার্থী ৯ এবং ভোটার ছিলেন ৯ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে ৩০ জন। ঝিনাইগাতী উপজেলায় ২ পদের বিপরীতে প্রার্থী ৫ এবং ৭ ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত ২১ জন মহিলা সদস্য ভোটার ছিলেন।