জাহিবা হোসাইন, মংলা: দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মংলায় কর্মরত সাংবাদিকরা।
মরহুমের স্মরণে ও তার রুহের মাগফেরাত কামনা করে সোমবার দুপুরে মংলা প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মংলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা এইচ এম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি হাসান গাজী, মংলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি আহসান হাবিব হাসান, সমকাল প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু, এনটিভি প্রতিনিধি আবু হোসাইন সুমন, এটিএন নিউজ প্রতিনিধি নিজাম উদ্দিন, সংবাদ প্রতিনিধি মনিরুল ইসলাম, মানব জমিন প্রতিনিধি আবুল কালাম আজাদ ও সময় টেলিভিশন প্রতিনিধি মাহমুদ হাসান।
সাংবাদিকরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।