স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর সরদারপাড়া গ্রাম থেকে সোমবার রাতে পুলিশ আকলিমা বেগম (৩৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে। আকলিমা বেগম ওই গ্রামের মাহাবুল বিশ্বাসের স্ত্রী।
এ বিষয়ে ঈশ্বরদী থানায় নিহতের ভাই রব্বানী বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামাদ জানান, আকলিমার স্বামী মাহাবুল বিশ্বাস ঢাকায় চাকরি করেন। দিনের বেলায় তাদের দুই মেয়ে স্কুলে ছিল। আকলিমা একা বাড়িতে থাকা অবস্থায় ওই দিন বিকালে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরিবারের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
রব্বানী জানান, ওই দিন সকালে আকলিমার সঙ্গে তার শশুড়ি ও ননদের ঝগড়া হয়। বিকালে তারা আকলিমার মৃত্যুর সংবাদ পায়।
মৃত্যুর পর আকলিমার শ্বাশুড়ি ও ননদ বাড়ি পালিয়ে যায়।
চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহত
ঈশ্বরদী পাকশী রেললাইনের পাতিবিল এলাকায় সোমবার রাতে চলন্ত ট্রেন থেকে পড়ে আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি বেড়া উপজেলার কাজিরহাটা গ্রামে।
তিনি পাকশী স্টেশন থেকে রাজশাহীগামী সাগরদারি ট্রেনে ঈশ্বরদী আসার পথে ট্রেন থেকে পড়ে যান। তিনি কীভাবে পড়ে গেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।