মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগরে ২০১৫ সালের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা বাসদ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। হৃদয় মজুমদারের সভাপতিত্ব বক্তব্য দিয়েছেন ডা. প্রভাকর মণ্ডল, বাসদ আহবায়ক এম এ মজিদ, শিক্ষার্থী মমতাজ বেগম, আরমান হোসেন, জমির উদ্দিন, আকবর হোসেনসহ অন্যরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে ফুল দিয়ে পরীক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ভর্তি জালিয়াতি বন্ধ এবং ভর্তি বিষয়ে যে সমস্ত কলেজ জালিয়াতি করেছে তদন্তের মাধ্যমে সেসব কলেজের এমপিওভুক্তি বাতিল করার দাবি জানানো হয়।