আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ, জলাভূমি ভরাট এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে গফরগাঁও শহরের কমপক্ষে ১০টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
কয়েকদিনের বৃষ্টিতে শহরের টিচার্স রোড়, হাসপাতাল রোড় বাইলেন, পশুহাসপাতাল রোড় বাইলেন, ইমামবাড়ি, পন্ডিতপাড়া, মাজার রোড়, শহীদ বেলাল প্লাাজা সংলগ্ন এলাকা, শিবগঞ্জরোড় ১নং গলি, ২নং গলি, রাঘাইচট্টি মুক্তিযোদ্ধা গফুর সড়ক এলাকার বাড়ি ও গলিতে হাটু পর্যন্ত পানি জমেছে। এরসাথে মিলেছে নর্দমার পানি। পানির উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর।
হাসপাতাল রোড় বাইলেনের বাসিন্দা ইসকান্দার রোজ বলেন, নোংরা আবর্জনা ভেসে বেড়াচ্ছে বাসার সমনের রাস্তায়। তার মধ্য দিয়েই যাতায়াত করতে হয় আমাদের।
টিচার্স রোড়ের বাসিন্দা আশরাফুল ইসলাম আপেল বলেন, পৌর কর্তৃপক্ষের অপরিকল্পিত রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকবার আবেদন করেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করানো যায়নি।
পৌরসভার ৫৪.০৩ কিলোমিটার নিজস্ব পাকা রাস্তার মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র ১০.০১ কিলোমিটার রাস্তায়। আর এলাকার সড়ক ও জনপথ এবং এলজিইডির প্রায় ১০ কিলোমিটার রাস্তার মধ্যে ড্রেন আছে মাত্র এক কিলোমিটার।
এলাকাবাসীর অভিযোগ করেন শহরের বিভিন্ন এলাকায় ডোবানালা, পুকুর, জলাশয় ও নিন্মাঞ্চল বালু দিয়ে ভরাট করার কারণে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়।
এ ব্যাপারে গফরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, শহরের পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাস্টার প্ল্যান জমা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।