ট্রাক্টরের চাপায় পথচারীর মৃত্যু

রতন সিং, দিনাজপুর: বীরগঞ্জে ভুট্টাবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মঙ্গলবার সকালে একজন পথচারী নিহত হয়েছেন। দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের গোপালগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুক্রু রায় (৫৫) বীরগঞ্জ উপজেলার কৈকুড়ি গ্রামের চান মোহন রায়ের ছেলে।

গোপালগঞ্জ বাজারে যাওযার পথে ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মোটরযান আইনে একটি মামলা হয়েছে।