হাকিম বাবুল, শেরপুর: কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার রাতে নালিতাবাড়ীর খালভাঙ্গা এলাকায় ভোগাই নদীর ২০০ মিটার বাঁধ ভেঙে পৌরসভাসহ চার ইউনিয়নের অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জামতলি নামক স্থানেও দেখা দিয়েছে ভাঙন। এখানে বালির বস্তা ফেলে ওই বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে।
বাঁধ ভেঙে ঢলের পানি প্রবেশ করায় পানি বন্দি হয়ে আছে পৌরসভার কিছু এলাকাসহ নালিতাবাড়ি ইউনিয়ন, মরিচপুরান ইউনিয়ন এবং নায়াবিল ইউনিয়নের খালভাঙ্গা, খড়খড়িয়া কান্দা, চরপাড়া, গোজাকূড়া, মরিচপুরান, সিমুলতলা গ্রামের কয়েক হাজার মানুষ । ঢলের পানিতে শাকসবজির ক্ষেত, রাস্তা-ঘাটসহ তলিয়ে গেছে আমনের বীজতলা। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ।
অন্যদিকে মহারশি ও সোমেশ্বরী নদীতে ঢলের পানিতে প্লাবিত ঝিনাইগাতীর উপজেলার সাত ইউনিয়নের নিন্মাঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।