মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে মংলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ও ২য় পর্যায়ের প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণ বিষয়ে কর্মশালা মঙ্গলবার সকালে মংলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যায় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন মৃধা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার।
এছাড়া বক্তব্য রাখেন, সহকারি প্রকল্প পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. তাইমুর রহমান, মংলা কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, মংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান ফকির আবুল কালাম, টি এ ফারুক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি তালুকদার আক্তার ফারুক, চালনা বন্দর ফাযিল মাদ্রাসার হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, রামপাল শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান, মোল্লাহাটের ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোর্শেদ উদ্দিন, ফকিরহাটের পিলজং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মংলা কলেজের প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশ্যে প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, উপবৃত্তি নিয়ে বৃত্তি অর্জন করতে হবে। তিনি বলেন, শুধু উপবৃত্তি নিলে হবে না, প্রতিশ্রুতিশীল হতে হবে। প্রতিশ্রুতিশীল না হলে তাকে দিয়ে উন্নতি হয় না। মনের মধ্যে স্বপ্নের বৃক্ষ রোপন করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের কারণে সুদিন এসেছে, সুদিন আরো আসবে। শিক্ষার ক্ষেত্রে ডিজিটাল বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন থেকে আমরা প্রত্যয় নিবো ডিজিটাল উপবৃত্তি গ্রহণ করব।
মংলা, রামপাল, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, নারী ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অভিজ্ঞ পিটিএ সদস্য, প্রকল্পভুক্ত উপবৃত্তি অভিভাবক, প্রকল্পভুক্ত ছাত্র-ছাত্রীসহ মোট ৩শ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।