মাদক সেবনের দায়ে কাউখালীতে যুবকের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার রাতে মাদক সেবনের দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায়  শহরের  দক্ষিণ বাজার এলাকা থেকে সুমন (২৫) নামের ওই মাদকসেবীকে আটক করে। রাত নয়টায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. শহীদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত সুমনকে পাঁচ হাজার হাজার টাকা জরিমানা করেন।