নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের স্কুলছাত্র প্রীতিষ কুমার হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত সবাইকে ২০ হাজার টাকা জনিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দত্তখিলা গ্রামের জুয়েল ভৌমিক, নাগারগাতি গ্রামের মলয় দত্ত ও সুনীতি রানী দত্ত। আসামি জুয়েল ভৌমিক পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, খেলাধুলা নিয়ে ঝগড়ার জের ধরে ১৯৯৮ সালের ১১ আগষ্ট সকালে আসামিরা নাগারগাতি গ্রামে অষ্টম শ্রেণির ছাত্র প্রীতিষ কুমারকে খুন করে তার লাশ গ্রামের একটি গোয়ালঘরের ধরনার সাথে ঝুলিয়ে রাখে। এঘটনায় নিহত প্রীতিষের মামা কৃষ্ণ ধন চত্রবর্তী কলমাকান্দা থানায় অপমৃত্যুর মামলা করলে পুলিশ তদন্ত শেষে ১৯৯৮ সালের ১৩ ডিসেম্বর হত্যার অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।