গফরগাঁওয়ে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও শহরে বুধবার রাতে রেললাইনে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ-জামারপুর রেলপথে প্রায় দেড়ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত ৮টা ৫০ মিনিটে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ধলা স্টেশনে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রস এবং গফরগাঁও স্টেশনে জামালপুরগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রস আটকা পড়ে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মোসলেম উদ্দিন বিষযটি নিশ্চিত করে জানান, রাত ১০টা ২০ মিনিটে রেললাইন থেকে গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।