গলদা চিংড়ি চাষের ওপর মংলায় প্রশিক্ষণ

fresh water shrimp culture training in Mongla
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখছেন অতিথিরা।

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মংলায় গলদা চিংড়ি চাষের ওপর চার দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের  উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হক। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. লিয়াকত আলী। প্রশিক্ষণে ২৫ জন চিংড়ি চাষি অংশ নিচ্ছেন।