রাজশাহীর পুঠিয়াতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত

কাজী শাহেদ, রাজশাহী: পুঠিয়া উপজেলায় ট্রাক ও বাসের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। উপজেলার তারাপুরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকার মর্জিনা বেগম, নাটোর নলডাঙ্গার ছাহেরা বেগম, রাসেল, নাঈম, মতিউর, মানিকগঞ্জের হারেজ আলী, চারঘাট পরানপুরের সিরাজ, নাটোরের মেহেদী, আজিজুল, মিরগঞ্জের হাফিজা, পুঠিয়ার সুন্দরী বেগম, ফিরোজা, শিবগঞ্জ লক্ষীপুরের ফয়েজ।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুরে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২৪৫২) সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।  নাটোরগামী তুহিন এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪১১৩) ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের ১৫ জন যাত্রী আহত হন।