বাল্যবিবাহ সচেতনতায় কাজী ও ইমামদের দিনব্যাপী কর্মশালা

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল কাজী (নিকাহ্ রেজিস্টার) ও মসজিদের ইমামদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল, প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং দেশের বিদ্যমান আইনের বিধি-নিষেধ বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরীফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমদ ফরিদ।

কর্মশালায় দেশের বিদ্যমান আইনে যথাযথ জন্মনিবন্ধন ব্যতিত বিবাহ নিবন্ধন না করা, কোন ইমাম বা মৌলভী বিয়ে না পড়ানো, কাজীদের এজেন্ট কাজী নিয়োগ বন্ধ ও প্রত্যেক ইউপি অফিসে কাজীদের কার্যালয় স্থাপনের আহবান জানানো হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান, উপজেলা শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, প্রেসক্লাব সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার ফটিক, মো. আরিফ বজলু, হযরত আলী ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম জব্বার।