ঈশ্বরদীতে এইসএসসি পরীক্ষার্থী অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে বলে জানিয়েছে পারিবারের সদস্যরা।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী মহিলা কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস লিমা ও তার বান্ধবী রাত্রি দাসসহ আরো কয়েকজন ছাত্রী জীববিদ্যা ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।

সরকারি কলেজের মসজিদের সামনের রাস্তায় তারা গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় একটি খালি সিএনজি তাদের সামনে এসে থামে। লিমা প্রথমে সিএনজিতে উঠার সাথে সাথে দ্রুত গতিতে সিএনজি তাকে নিয়ে চলে যায়।

রাত্রী দাস জানায় ঘটনার পর সে লিমার বাড়িতে খবর দেয়।

পাবনা সুগার মিলের কর্মচারী লিমার বাবা আদম বিশ্বাস বলেন তারা লিমার মোবাইলে ফোন দিলে অপরিচিত এক পুরুষ কন্ঠ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে ওই মোবাইলে আবার ফোন দিলে বন্ধ পাওয়া গেছে বলে তিনি জানান।

এঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।