মৌসুমেও কাউখালীর পাঁচ নদীতে ইলিশ নেই

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): ইলিশের মৌসুম শুরু হলেও কাউখালীর কচা, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ পাঁচটি নদীতে ইলিশ পাওয়া যাচ্ছেনা।

মাছ ধরার নিষিদ্ধ সময় শেষে নদীতে ইলিশ মাছ ধরা না পড়ায় চরম বিপাকে পড়েছে জেলেরা । বাবুল, বাদশা, জমিরসহ বেশ কয়েকজন জেলে জানান দিন-রাত নদীতে জাল ফেলে যে মাছ শিকার করছে তা দিয়ে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচও মিলছে না।

kawkhali-19
ইলিশ না পাওয়ায় জাল বুনে অলস সময় কাটাচ্ছে জেলেরা।

উপজেলা মৎস্য অধিদফতর জানায়, উপজেলায় দেড় হাজার জেলে রয়েছে। এদের অধিকাংশই কচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।

ইলিশ আহরণের মৌসুমে ইলিশ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটছে  আড়তদার, দাদন ব্যবসায়ী ও মৎস্যজীবী শ্রমিকরাও।

মাছ ধরা না পড়ায় জেলেরা মহাজনের দাদনের টাকা পরিশোধ করতে পারছে না। অনেক ইলিশ জেলে পরিবার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল তৈরি করে নদীতে নেমেছে। এদের অনেকে ব্যাংক ও এনজিও ঋণের কিস্তির ভয়ে বাড়িতে যাচ্ছেন না।