গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেলসহ ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের শিবগঞ্জ রোড় এলাকার একটি বাসায় গফরগাঁও ও পাগলা থানা পুলিশ যৌথঅভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা এমদাদুল হক, যশরা ইউনিয়ন জামায়াত সভাপতি আঃ মান্নান, উপজেলা জামায়াত নেতা আবু তালেব, হাসিম উদ্দিন, গোলাম রব্বানী, মাহমুদুল হাসান, গোলাম মোস্তফা, মোঃ আতিকুল্লাহ, নাছির উদ্দিনকে গ্রেফতার করে।
পাগলা থানার ওসি বদরুল আলম খান জানায়, এরা এ সময় গোপন বৈঠক করছিল। তাদের কাছ থেকে আবু আলা মওদুদি, গোলাম আজমের লেখাসহ বিভিন্ন জিহাদী বই ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা বলেন, এরা অনেকেই নাশকতা মামলার পলাতক আসামি।