চারঘাটে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে হলিদাগাছী জাগীরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তাজুল ইসলাম ও ফাতেমা বেগম নিজ বাড়িতে বসে দীর্ঘদিন ধরে গাঁজা ও হেরোইনের ব্যবসা করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে রাসেল সাবরিন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ আধাকেজি গাঁজাসহ তাজুল ও ফাতেমাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক বছরের কারাদণ্ড দেয়া হয়।