নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনা সদর উপজেলার ফচিকা গ্রামে পুত্র আলমগীর হত্যার দায়ে পিতাসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদেরকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো নিহত আলমগীরের পিতা নেত্রকোনার সদর উপজেলার ফচিকা গ্রামের গিয়াস উদ্দিন ও বায়রাউড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আবু চান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ২৪ নভেম্বর রাতে আসামিরা আলমগীরকে শ্বাসরোধ করে খুন করে তার লাশ স্থানীয় কাঠলী হাওরে ফেলে রাখে। এ ঘটনার পরদিন নিহত আলমগীরের মা হাজেরা নেত্রকোনা মডেল থানায় মামলা করে।
পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ৭ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট মোঃ শিবলী সাদি।