বাবা দিবসে কাউখালীতে ১৫ বাবাকে সম্মাননা

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে রবিবার বাবা দিবস উপলক্ষে পিতৃহারা ষাটোর্ধ আবদুল লতিফ খসরু ১৫ জন বৃদ্ধ বাবাকে আনুষ্ঠানিক সম্মাননা দিয়েছেন।  সকালে কাউখালী প্রতিবন্ধী স্কুল চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন কাউখালীর বলভদ্রপুর গ্রামের ১১০ বছর বয়সী বাবা ডা. নগেন্দ্র নাথ বিশ্বাস, একই গ্রামের শতবছর বয়সী মনীন্দ্র নাথ কর্মকার, আসপর্দ্দি গ্রামের বাবা কুব্বত আলী (৮০), আমরাজুরী আবাসান প্রকল্পের হতদরিদ্র চার বাকপ্রতিবন্ধী  সন্তানের বাক প্রতিবন্ধী বাবা আশ্রাব আলী (৮০), আবাসনের বুদ্ধি প্রতিবন্ধী জাহিদের বাবা শেখ মনিরুজ্জামান (৭০), শারীরিক প্রতিবন্ধী তানজিলার বাবা আকাব্বর আলী (৭০), শারীরিক প্রতিবন্ধী শান্তার বাবা দেলোয়ার হোসেন (৭০), আবাসন প্রকল্পের প্রতিবন্ধী নয়ন দাসের বাবা ননী গোপাল দাস (৬০), কেউন্দিয়া গ্রামের শ্রমজীবী মজলু মৃধা (৬০), আমরাজুরী গ্রামের শ্রমজীবী আঃ জব্বার (৬০), উপজেলা দাশেরকাঠী গ্রামের শ্রমজীবী বাবা ছরোয়ার হোসেন (৮০), নেছারাবাদ উপজেলার শ্রমজীবী হানিফ মাঝি (৯০), কচুয়াকাঠী গ্রামের আবুয়ালের শ্রমজীবী ছেলে আঃ কুদ্দুস (৬০)।

kawkhali-2
বাবা দিবসে পিতৃহারা ষাটোর্ধ আবদুল লতিফ খসরু ১৫ বৃদ্ধ বাবাকে সম্মাননা দিয়েছেন

অনুষ্ঠানে বাবাদের মালা পড়িয়ে সংবর্ধিত করা হয় এবং প্রত্যেক বাবার হাতে উপহার সামগ্রী  তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন,  জেপি নেতাও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, মোঃ জাকির হোসেন, মোঃ হেমায়েত উদ্দিন প্রমুখ।