মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: মংলায় বিস্ফোরক তৈরি করার সময় এক যুবক আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় আহত যুবকসহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের শেষে শনিবার আটক দু’যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
মংলা থানার ওসি বেলায়েত হোসেন জানান, শুক্রবার বিকেলে শহরতলীর শিকারীর মোড় এলাকার হাজী বাহার উদ্দিন সড়কের মালেক হাওলাদারের বাড়িতে তার ছেলে ইলিয়াস হোসেন (২৬) ও মোর্শেদ সড়কের জামাল হাওলাদারের ছেলে রানা হাওলাদার (২৫) বারুদ ও লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে বিস্ফোরক তৈরি করছিল।
এক পর্যায়ে তা বিস্ফোরিত হলে রানা আহত হয়। পরে ইলিয়াস আহত রানাকে নিয়ে গোপনে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের যায়। পুলিশ এ খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই দুই যুবককে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে তল্লশী চালিয়ে বারুদ ও লোহার পাইপসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। নাশকতা সৃষ্টির জন্য এ বিস্ফোরক তৈরি করা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।