দিনাজপুর থেকে রতন সিং: বিদ্যুতের সংযোগ বাইপাস করে বিদ্যুৎ চুরির অভিযোগে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান শাহিন আলমসহ ৪ জনকে বিদ্যুৎ আদালতের বিচারক জেল হাজতে প্রেরণ করেছে। রোববার দুপুর ১২টায় দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিউবো’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামানের আদালতে এই মামলার অন্যতম আসামি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান শাহিন আলমসহ (৪৫) ৪ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
অন্য আসামিরা হলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রমেল (৩৫), যুবদল নেতা মোশাররফ হোসেন (৪০) ও মোর্শেদ আলম সরকার (৪২)।
মামলার বাদী পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আহসানুল কবির অভিযোগ করেন, পঞ্চগড় শহরের দেশ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ বাইপাস করে বিদ্যুৎ চুরির ঘটনা গত ২৮ মে বেলা ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান ভ্রাম্যমান আদালতে গিয়ে নিজে দেখেন। এই ঘটনায় তাৎক্ষণিক বিদ্যুৎ চুরির অভিযোগে ঘটনাস্থলে ৯৭ হাজার টাকা বিল আদায় করা হয়। নিয়মিত মামলায় রোববার আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।