রাজনগরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: জেলার রাজনগর উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ময়নার দোকান এলাকায় পিকআপ ভ্যান চাপায় বৃদ্ধ কমরু মিয়া (৬২) নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কমরু মিয়া রাজনগর উপজলোর দত্তগ্রামের মৃত আশরব উল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কমরু মিয়া দুপুর সাড়ে বারটার দিকে স্থানীয় বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ময়নার দোকান এলাকায় রাস্তায় হঠাৎ পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে কমরু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। রাজনগর থানার উপ-পরর্দিশক (এসআই) হিল্লোল রায় জানান, পুলিশ লাশ উদ্ধার করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের না করার সিদ্ধান্ত নেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন হচ্ছে।