বাগেরহাট প্রতিনিধি: নিম্ন চাপের প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। অধিকাংশ মাছ ধরা ট্রলার ঢেউয়ের আঘাতে সাগরে টিকতে না পেরে সুন্দরবন উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসছে। সুন্দরবন উপকূলে শনিবার রাত থেকে মাঝারি দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার দিনভর বৃষ্টিপাত অব্যহত রয়েছে। এদিকে, বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে আবু বকর (৪১) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার ফিরে আসা দুর্ঘটনা কবলিত ট্রলারের মাঝি দুলাল মিয়া জানান, এফবি মাসুম নামের একটি ট্রলারে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় নোঙর করে রাখা হয়। শুক্রবার ভোরে আবু বকর ট্রলারের টয়লেটে গেলে প্রচন্ড ঝড়ে ট্রলার থেকে পড়ে যান। নিখোঁজ আবু বকর পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আবু বক্করের সন্ধান পাওয়া যায়নি। অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তবে পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও সহিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি।
উপকূলীয় মৎসজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, মংলা বন্দরে ৩নং সতর্ক সংকেতের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় আছড়ে পড়ছে প্রচন্ড ঢেউ। প্রতিকূল আবহাওয়ার কারণে যে সমস্ত ট্রলার মাছ ধরছিল সেগুলোও সাগর ছেড়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে। তিনি আরও জানান, ইলিশ মৌসুমের শুরুতেই একদিকে সাগরে দস্যুদের উৎপাত ও বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা হতাশায় পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ইলিশ ধরা ট্রলারগুলো সুন্দরবনের কচিখালী, সুপতি, শ্যালা, দুবলা, নারকেলবাড়িয়াসহ বনের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে।