কুলাউড়া পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: কুলাউড়া পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের ৪ কোটি ৩২ লাখ ৮০ হাজার ৩৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪ টায় পৌরসভা মিলনায়তনে কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ এই বাজেট ঘোষণা করেন।

kulaura miunicipal
কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ বাজেট ঘোষণা করছেন

বাজেট ঘোষণাকালে পৌরসভার সচিব শরদিন্দু রায়, প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চুসহ কাউন্সিলার, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ, পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাজেটে ২০১৫-১৬ অর্থ বছরে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকা এবং উন্নয়নখাতে আয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৯৩৪ টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ২ কোটি ২০ লাখ ১০ হাজার ৪৪ টাকা এবং উন্নয়নখাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৭০ হাজার ২৭৯ টাকা।

বাজেট বক্তব্যে মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বর্তমান পরিষদের এটাই শেষ বাজেট। পৌরসভার বিগত দিনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান।