কোটালীপাড়ায় শিশু পাচার শিশু সুরক্ষার প্রধান অন্তরায় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড সেফটি নেট প্রজেক্ট খুলনার আয়োজনে ও কোটালীপাড়া এডিপির সহযোগিতায় “শিশু পাচার শিশু সুরক্ষার প্রধান অন্তরায়” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ø;
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

সোমবার উপজেলার শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয় ভিত্তিক এ বিতর্ক প্রতিযোগিতায় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই গ্রুপে ১২ জন তার্কিক অংশ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষের দল বিজয়ী হয়। শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় চাইল্ড সেফটি নেট প্রজেক্ট খুলনার প্রশিক্ষণ কো-অর্ডিনেটর সৈকত মজুমদার, প্রোগ্রাম অফিসার কবির উদ্দিন, শিক্ষক বিএম বাবুল হোসেন, মাহামুদ হোসেন উপস্থিত ছিলেন।

এই বিতর্ক প্রতিযোগিতায় দশম শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকী শ্রেষ্ঠ তাকির্ক নির্বাচিত হয়।