দিনাজপুরে পুলিশ পেটানো মামলায় ১২ জন জেল হাজতে

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আক্রমণ ও নাশকতায় পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় বিচারক ১২ জনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

সোমবার দুপুর ১২টায় দিনাজপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের আদালতে এই চাঞ্চল্যকর মামলায় পলাতক ১২ জামায়াত-শিবির নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক পালিয়ে থাকা ১২ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে জামিন না দিয়ে জেল হাজতে আদেশ দেন। আসামিরা হলেন- চিরিরবন্দর উপজেলা জামায়াতের সক্রিয় সদস্য রশিদুল (৩২), রমজান আলী (৪২), আতাউর রহমান (৩৮), ইসমাইল হোসেন (৪০), রাশেদুজ্জামান (৩৫), নুরুল হক (৪৫), আমজাদ আলী (৪৮), সুরুজ্জামান (৩৬), সোবহান আলী (৩২) এবং শিবির কর্মী মনির হোসেন (২৪), সফিকুল ইসলাম (২২) ও রফিকুল ইসলাম (২৮)। আটক আসামিদের বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

২০১৩ সালের ২৮ অক্টোবর বেলা সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার হাজিরমোড়ে দিনাজপুর ডিএসবি’র এসআই আব্দুস সবুর কর্তব্যরত অবস্থায় তার উপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার লক্ষ্যে বিস্ফোরকদ্রব্য নিক্ষেপ ও লাঠিপেটা করে গুরুতর জখম করে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বিঘœকারী দ্রুত বিচার আইনে ৪২ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় তদন্ত করে পুলিশ ৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের মধ্যে ৩৬জন জামিনে মুক্ত আছে। অপর ১২জন পলাতক আসামি সোমবার আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাদের জেল হাinজতে প্রেরণ করেন।