প্রতিনিধি, খুলনা: খুলনায় সোমবার হাসান মোহাম্মাদ শহীদুল্লাহ নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ছেলে বদরুল হাসানকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দুপুর সাড়ে তিনটায় অতিরিক্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা তার আদালতে এ রায় দেন।
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১০ সালে মহানগরীর হাজী মহসীন রোডের বাসিন্দা ব্যবসায়ী হাসান মোহাম্মদ শহিদুল্লাহকে তার ছেলে বদরুল হাসান ঘুমন্ত অবস্থায় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে।
কাজী সাব্বির আহমেদ জানান, রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত বদরুল হাসান আদালতে উপস্থিত ছিলেন।