প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার হোসেন এর মরদেহ সোমবার সকালে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়। রবিবার গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শাহরিয়ার মারা যান।
মরদেহ হস্তান্তরের সময়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।
সোমবার ভোর সাড়ে তিন টায় ঢাকা থেকে তার পিতা বেল্লাল হোসেন সরকার ও মাতা রহিমা আক্তারসহ স্বজনরা খুলনা মেডিকেল কলেজে পৌঁছালে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। সোমবার সকালে মরদেহ ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়।
শাহরিয়ার হোসেন এর মরদেহ ঢাকার বাসায় পৌঁছানোর পর সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেয়া হয় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হয় চাঁদপুরে নানার বাড়িতে। সেখানে জানাজা শেষে দাফন করা হয়।
শাহরিয়ার হোসেন স্মরণে সোমবার ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
তার স্মরণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকর্যালি করা হয়েছে। মঙ্গলবার বাদ আছর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার এর আয়োজন করা হবে।