আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুর ও বাগেরহাটে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে রংপুর নগরে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকালে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

49
বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন। পরে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমবেত হয়।

বাগেরহাট

জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে রেলরোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  আলহাজ্জ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি সব উপজেলায়ও কর্মসূচি পালিত হয়েছে।

bagergat awami leage 66th anniversary
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাংসদ মীর শওকাত আলী বাদশা।