হাকিম বাবুল, শেরপুর: নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অজ্ঞাত দুই নারী-পুরুষের লাশ ভাসতে দেখা গেছে। বুধবার দুপুরে কাছাকাছি সময়ে উজান থেকে ভেসে আসা লাশ দুটি নদীতে ভাসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা দেড়টার দিকে নালিতাবাড়ী শহরের বুকচিরে প্রবাহিত ভোগাই নদীতে একজন পুরুষের অর্ধগলিত মৃতদেহ ভেসে আসে। এর প্রায় একঘন্টা পর আরও একজন নারীর মৃতদেহ একইভাবে উজান থেকে ভেসে আসে। এসময় উৎসুক মানুষ নদীর দুপাড়ে ভীড় জমায়। আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত কাউকে লাশ দুটি উদ্ধার করতে দেখা যায়নি। পুরুষের মাথায় এবং নারীর গলায় আঘাতের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আনুমানিক ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ দুজনের চেহারা অনেকটা গারো সম্প্রদায়ের মানুষদের মতো।
স্থানীয় লোকজনের ধারণা, ভারতের কোনও এলাকায় তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে মৃতদেহ দেখতে একজন অফিসারকে পাঠানো হয়েছে।