বগুড়ায় হাত-পা বাঁধা পরিচয়হীন লাশ উদ্ধার, দোকানে ডাকাতি

প্রতিনিধি, বগুড়া:  সদর উপজেলার গোকুল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে গোকুল ঈদগাহ মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে গোকুল ঈদগাহ মাঠের পাশে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে  থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  আশেপাশের কয়েক শ’ মানুষ লাশ দেখলেও কেউ চিনতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান  জানান, গলায় ফাঁস দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি

শেরপুর উপজেলার দশমাইলে মঙ্গলবার রাতে দুজন নৈশপ্রহরীকে বেঁধে মুদির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন উপজেলার দশমাইলের মেসার্স শেফালী স্টোরে ১০/১২ জনের দুর্বৃত্ত দল হানা দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করে। এ সময় নৈশপ্রহরী নুরুল ইসলাম ও সৈয়দ আলীকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ট্রাকে তোলে। এরপর দোকানের তালা ভেঙে তারা মূল্যবান জিনিসপত্র নিয়ে ট্রাকযোগে চলে যায়। যাবার সময় মহিপুরে ডেইরি ফার্মের কাছে নৈশপ্রহরী দুইজনকে ফেলে রেখে যান বলে তারা জানান।

দোকানের মালিক আলহাজ্ব মোজাম্মেল হোসেন জানান, দুর্বৃত্তরা তেল,শিশুখাদ্য, সিগারেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।