বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে সোমবার উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী।

কনে আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া গ্রামের বাসিন্দা। বরের বাড়িও একই গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের হস্তক্ষেপে কাউখালী থানার পুলিশ এ বিয়ে বন্ধ করে।

এ সময় বিয়ের অনুষ্ঠান থেকে বর পালিয়ে যায়।

কনের আত্মীয়রা জানায়, খাওয়া দাওয়া শেষে তারা কাজির জন্য অপেক্ষা করছিলেন।

কাজি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এখানে বর-কনে দুজনেই অপ্রাপ্তবয়স্ক। কন্যার জন্মসনদ অনুযায়ী বয়স ১৭ বছর ৪ মাস। তিনি এ বিয়ে পড়াবেন না বলে আগেই জানিয়ে ছিলেন।

প্রাপ্তবয়স্ক না হওয়া পযন্ত বিয়ে না দেয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর গ্রহণ করে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।