বাস উল্টে দিনাজপুরে ২২ জন আহত

রতন সিং, দিনাজপুর: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে  ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার দুর্গাপুর নামক স্থানে বগুড়াগামী পুনর্ভবা মেইলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ২২ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গুরুতর আহত রাশেদ (২৫), নজরুল (২২), আহমেদ (১৮) ও জুলেখাকে  (২৮) দুপুর ২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত আতাউর (৩৮), ইসমাইল (৫০), আমজাদ (৩২), শরিফুল (২২), শিমুল (১৮), গোকুলচন্দ্র (৩৫), শিউলি (২০) ও রাহেলা (২১) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্য ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।