রাজশাহীতে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১, আহত ২

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে প্রাইভেট কারের ধাক্কায় মঞ্জুর হোসেন (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই রিকশাচালক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর পলাশডাঙ্গা এলাকার লালু (৩০) ও শ্রীরামপুর এলাকার আয়নাল (৫০)।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, সকালে ফায়ার সার্ভিস মোড়ে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি রিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশাচালক মঞ্জুর হোসেন ঘটনাস্থলে নিহত হন। অন্য দুই রিকশাচালককে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।