শাহরিয়ারের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালি

প্রতিনিধি, খুলনা: শাহরিয়ার হোসেন স্মরণে মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণের পর সকাল ১১টায় হাদী চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রধান সড়ক ধরে পুনরায় হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

rally at khulna university over shahriar deathর‌্যালিতে ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালি শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শাহরিয়ার হোসেনের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বা অন্য কারোর এমন অকা মৃত্যুর কথা ভাবতে পারি না।

র‌্যালি শেষে আরও বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ছাত্র শাহরিয়ার হোসেনের সহপাঠী সোহান এবং একই ডিসিপ্লিনের সিনিয়র ছাত্র মাসুদ। এদিকে বিশ্ববিদ্যালয়ে শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে শাহরিয়ার হোসেন শান্তর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার হোসেন রোববার গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা যান।