নালিতাবাড়ীতে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

এম. সুরুজ্জামান, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীর বারমারী মিশন সভাকক্ষে মঙ্গলবার শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন শিশু ফোরামের সভাপতি শামীম আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারমারী খ্রিষ্টধর্মপল্লীর পুরোহিত রেভারেন্ড ফাদার মনিন্দ্র এম চিরান।

Child-p-2
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে শিশুরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু ফোরামের শিশুরা যৌতুক ও বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম রোধ, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ ও শিশু নির্যাতন বন্ধে কাজ করে যাচ্ছে। তারা বলেন, শিশুদের এ কাজে সরকারি সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী এডিপি ব্যবস্থাপক অরবিন্দ গমেজ, সিটি প্রেসক্লাব সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, স্পন্সরশিপ প্রকল্প ব্যবস্থাপক শিউলি দিও, মনিটরিং কর্মকর্তা তপন কুমার সাহা, অর্থনৈতিক প্রকল্প ব্যবস্থাপক বিনয় রংদি ও শিশু ফোরামের উপদেষ্টা শাহ আলম

নিপ্পন হাজং ও নাছিমা আক্তারের উপস্থাপনায় উপজেলার বারমারী সু-প্রভাত শিশু ফোরাম, গোলাপি শিশু ফোরাম, অগ্রগামী শিশু ফোরাম, স্বর্ণালি শিশু ফোরাম ও রজনীগন্ধা শিশু ফোরামের শিশুরা অংশ নেয়।

উদ্বোধনী পর্বে শিশুরা নৃত্য পরিবেশন করে।