শেরপুর পৌরসভার ৫৯ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

হাকিম বাবুল, শেরপুর:  শেরপুর পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৫৯ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর অডিটরিয়ামে শহর উন্নয়ন সমন্বয় কমিটি, সাংবাদিক ও নাগরিকদের উপস্থিতিতে মেয়র হুমায়ুন কবীর রুমান বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব খাতে ১৪ কোটি ১০ লাখ টাকা  আয় ধরা হয়েছে। এছাড়া সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিপ-৩), জলবায়ু ট্রাস্ট ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৪৫ কোটি ৬১ লাখ টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে। অন্যদিকে ১৩ কোটি ৮ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং অবকাঠামো নির্মাণ ও নগর উন্নয়ন কাজ বাস্তবায়নে ৪২ কোটি ৯০ লাখ টাকাসহ সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৮ লাখ টাকা।

বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৪৬ হাজার টাকা। এসময় একইসাথে ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ১২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার সম্পূরক বাজেটও উপস্থাপন করা হয়।

বাজেট উপস্থাপন শেষে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, খুব শীঘ্রই ইউজিপ প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে  শহরের রাস্তাঘাটের উন্নয়ন কাজ হবে। ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হওয়া ১০ কোটি টাকা ব্যয়ে শহরের ২৪টি রাস্তার সংস্কার কাজ এ সপ্তাহের মধ্যে শুরু হবে।  তিনি নতুন করে আর হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণা দিয়ে খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়নে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন।

প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতির সঞ্চালনায় বাজেট ঘোষণার আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম,  সচিব বজলুল করিম বাপ্পী, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, নারীনেত্রী নাসরিন রহমানসহ কাউন্সিলররা  বক্তব্য রাখেন।