হিলি সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাই উদ্ধার

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে রকেট পরিবহনের ট্রেন থেকে নেশা জাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও ফেন্সিডিলসহ সাড়ে ৩৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার দুুপুর ১২টায় খুলনা থেকে পার্বতীপুর বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত রকেট পরিবহন ট্রেন হিলি রেলওয়ে ষ্টেশনে পৌঁছালে চোরাচালানকারীরা ওই ট্রেনে ভারতীয় পণ্য উঠাতে থাকে।

বিজিবির টহলদল ট্রেন থেকে মশলা, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, শাড়ী, থান কাপড়, শার্ট পিস, খাদ্যদ্রব্য, ৬০০০ পিস ট্যাবলেট, ১০০ বোতল ফেন্সিডিল ও ৮০০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে।

পন্যের মালিক না থাকায় হিলি রেলওয়ে থানায় ট্রেনের ঠিকাদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিজিবি ।