রেজাউল করিম, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার চকবিন্দ গ্রামে বুধবার দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।
নিহতরা হলো চিনেরচর গ্রামের আব্বাস আলীর ছেলে মুসলিম (৭) ও চাংপাড়া গ্রামের আক্কাস আলীর মেয়ে আছিয়া বেগম (৫)। তারা নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরের পানিতে অভিযান চালায় ডুবুরিরা। প্রায় এক ঘন্টা পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে তারা। এ ঘটনায় দিনভর পুকুর পাড়ে ছিল মানুষের ভীর।
এলাকাবাসীরা জানান, নানা মোতালেব মিয়া গরু গোসল করানোর জন্যে বাড়ির পাশে পুকুরে আসার সময় সাথে আসে তার নাতী ও নাতনী। এক পর্যায়ে শিশু দুটি পুকুর পাড়ে হারিয়ে যায়।
পরে ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এসে পুকুরের পানিতে খোঁজে না পেয়ে পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরিরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।