রংপুরে নারী নির্যাতন বিরোধী মিছিল-সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: নারীর উপর যৌন নির্যাতন এবং শারীরিক-মানসিক হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নারী নির্যাতন বিরোধী মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

3
নারী নির্যাতন বিরোধী মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে

প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিল শেষে পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু। সমাবেশে বক্তারা বলেন, দেশে যত আলোচিত নারী নিগ্রহের ঘটনা ঘটছে, তার বিচার তো হয়নি উল্টো সরকার বা পুলিশ প্রশাসনের ভূমিকা নারী নির্যাতনকারীদের উৎসাহিত করছে। বিচারহীনতার সংস্কৃতি তার প্রমান। আজ দেশে ৩ বছরের শিশু কন্যা থেকে ৬০ বছরের বৃদ্ধা নারী কেউই  নিগ্রহ ও ধর্ষণের  হাত থেকে রেহাই পাচ্ছে না।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  চক্রবর্ত্তী রিন্টু, ছাত্র ফ্রন্ট রংপুর জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা।