রেজাউল করিম, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বুধবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রে বিনা উদ্ভাবিত আমন ধানের চাষাবাদ ও বীজ সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ৫০ জন চাষী ও ১০ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের পরিচালক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন বিনা গবেষনার ময়মনসিংহ পরিচালক ড.হোসনেআরা বেগম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড. আব্দস সালাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসীন আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা কীটতত্ব বিভার্গ প্রধান ড.মো জাহাঙ্গীর আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিতত্ব বিভাগ ড. মো: মঞ্জুরুল ইসলাম প্রধান ফলিত গবেষনা ও সম্প্রসারণ বিভাগ ময়মনসিংহ ও নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ ইকবাল।
অনুষ্ঠান শেষে ৫০জন প্রশিক্ষিত কৃষকের মাঝে ৫-৭ কেজি করে বিনা ধান-৭ ও বিনা ধান -১১ এর বীজ ধান দেয়া হয় ।