খুলনা প্রতিনিধি: নগরীর খালিশপুর সুপার মার্কেট এলাকা থেকে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী বিথী (৯) ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২১ জুন রাত ৮টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার পর সে ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ শিশু কন্যা বিথীর মা বেবী খাতুন বলেন, সুপার মার্কেট এলাকায় তাদের একটি হোটেল রয়েছে। বিথী রাত ৮টার দিকে হোটেলের উদ্দেশ্যে যায়। পরে আর ফিরে না আসলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ বিথীর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ফিট ১ইঞ্চি। পরনে ছিল কালো রংয়ের জামা ও লাল প্যান্ট। এ বিষয়ে বিথীর বাবা মো: রফিক গত ২৪ জুন খালিশপুর থানায় একটি জিডি করেন (নং-১০২৬)। খালিশপুর থানার সেকেন্ড অফিসার আলমগীর সরকার বলেন, বিষয়টি বেতার বার্তার মাধ্যমে সারাদেশে জানানো হচ্ছে।
শিশুটির সন্ধান পেলে ০১৯২৫০৭২৩২২ ও ০১৯৬০০৪১২০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছন তার পরিবার।