দিনাজপুরে নাশকতার অভিযোগে ৯৬ মামলায় ২৬০ শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে ১১টি উপজেলায় ৯৬টি মামলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল, আলীম মাদ্রাসাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন শিক্ষকের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে।

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে প্রকাশ, গত বছর ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের ১১টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে নাশকতার অভিযোগে ১২৮টি মামলা দায়ের করা হয়। মামলার বাদী সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাগণ। মামলাগুলো তদন্ত করে এ পর্যন্ত ৯৬টি অভিযোগপত্র পুলিশ ১৫ জুন পর্যন্ত আদালতে দাখিল করেছে। অবশিষ্ট ৩২টি মামলার অভিযোগপত্র দাখিল প্রক্রিয়াধীন রয়েছে।

দাখিলকৃত ৯৬টি মামলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন শিক্ষক আসামির তালিকাভুক্ত রয়েছে। আসামি হিসেবে অভিযোগপত্রের তালিকাভুক্ত শিক্ষকেরা আদালত থেকে অনেকেই জামিন নিয়েছেন। আবার অনেক শিক্ষক গ্রেফতার হয়ে জেল হাজত থেকে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন।

রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ও নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদানের ব্যাপারে দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেনের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত পত্র অনুযায়ী নাশকতা মামলার আসামিদের তালিকাভুক্ত করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশ পেলে ওই সব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য দিকে বিভিন্ন অভিযোগের বিষয় জেলা শিক্ষা অধিদপ্তরকে অনুসন্ধান করে শিক্ষা মন্ত্রণালয়ে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।