রংপুরে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। এ সময় জেলা প্রশাসক রংপুরে তিন বছর এক মাস দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RANGPUR DC BEDAY PHOTO 26.06.2015
রংপুরে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদকে বিদায়ী সংবর্ধনায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হকসহ জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।