শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর পৌরসভায় ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প’ (ইউজিপ-৩) প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন রাস্তা পূনর্নিমাণ ও সংস্কারের ২৪ কোটি টাকার কাজ শুরু হয়েছে। শুক্রবার প্রাথমিক পর্যায়ে ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে শহরের রঘুনাথ বাজার থানা মোড়-খরমপুর-চাপাতলী সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।
এ উপলক্ষে সকালে রঘুনাথ বাজার থানা মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। এ সময় প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাজি মতিউর রহমান মতি, কাউন্সিলর হারুন জিলানী প্রমুখ বক্তব্য রাখেন।